রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইরাকে বন্দুকধারীর গুলিতে নিহত ২০

সাম্প্রতিক সময়ে ইরাকে চরম অস্থিরতা চলছে। এরই মধ্যে রাজনৈতিক সহিংস বিক্ষোভে দেশটিতে বহু লোক প্রাণ হারিয়েছে।  এবার নতুন করে রাজধানী বাগদাদে বিক্ষোভের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবারের ওই হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই বিক্ষোভকারী। নিহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। শুক্রবার বিক্ষোভে অজ্ঞাত বন্দুকধারীরা ওই হামলা চালায়। বিবিসি

স্থানীয় মেডিকেল ও নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বাগদাদের তাহরির স্কয়ারে বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালানো হয়। এতে আরও ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছে। গত অক্টোবর থেকে সরকারবিরোধী বিক্ষোভ করে যাচ্ছে বিক্ষোভকারীরা। প্রথম দিকে বিক্ষোভ স্বাভাবিক থাকলেও পরবর্তীতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ফলে সহিংসতা শুরু হয়।

তবে শুক্রবারের ঘটনা সবচেয়ে সহিংস ছিল। গত কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে এই প্রথম এমন হামলার ঘটনা ঘটল। এর আগে বিক্ষোভকারীদের প্রতিহত করতে সরাসরি গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। তবে অজ্ঞাত অস্ত্রধারীদের হামলা এই প্রথম। গণবিক্ষোভের চাপে গত সপ্তাহেই পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। পিকআপ ট্রাকে করে এসে শুক্রবার রাতে অস্ত্রধারীরা একটি বড় ভবনে হামলা চালায়। সেখানে সরকারবিরোধী বিক্ষোভকারীরা কয়েক সপ্তাহ ধরেই অবস্থান করছিলেন। হামলাকারীরা বিক্ষোভকারীদের ওই ভবন থেকে বেরিয়ে যেতে বাধ্য করে। বিবিসি

সর্বশেষ খবর