শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নারীঘটিত মামলার আসামি বিজেপি জনপ্রতিনিধিরাই বেশি

ভারতে নারীঘটিত অপরাধের ক্ষেত্রে সবচেয়ে বেশি মামলা রয়েছে বিজেপির সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে। রাজ্যের দিক দিয়ে এ-সংক্রান্ত মামলায় শীর্ষে পশ্চিমবঙ্গ। ভারতের বর্তমান সংসদ সদস্য ও বিধায়কদের ৪ হাজার ৮৯৬টি নির্বাচনী হলফনামার মধ্যে ৪ হাজার ৮২২টি খতিয়ে দেখে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) ও ন্যাশনাল ইলেকশন ওয়াচ এই তথ্য প্রকাশ করেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময় প্রার্থীদের নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিতে হয়, সেখানে তাদের নিজেদের বিরুদ্ধে থাকা মামলার তালিকা উল্লেখ করতে হয়।

গত পাঁচ বছরের ৭৭৬ জন সাংসদের মধ্যে ৭৫৯ জনের এবং ৪ হাজার ১২০ জন বিধায়কের মধ্যে ৪ হাজার ৬৩ জনের হলফনামা বিশ্লেষণ করে পাওয়া তথ্যে জানা যায়, নারীঘটিত অপরাধে সবচেয়ে বেশি মামলা রয়েছে দেশের শাসকদল বিজেপির সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে। সমীক্ষায় জানা যায়, দেশের ১৮ জন সাংসদ ও ৫৮ জন বিধায়ক নির্বাচন কমিশনকে হলফনামায় জানিয়েছেন, তাদের বিরুদ্ধে নারীঘটিত অপরাধের অভিযোগ আছে। এর মধ্যে বিজেপি সাংসদ-বিধায়কের সংখ্যা ২১। কংগ্রেসের সাংসদ-বিধায়কের সংখ্যা ১৬। ওয়াইএসআর কংগ্রেসের সাংসদ-বিধায়কের সংখ্যা ৭।

সর্বশেষ খবর