শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধিতে পাকিস্তানে সংবিধান সংশোধনী প্রস্তাব গৃহীত

সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধিতে পাকিস্তানে সংবিধান সংশোধনী প্রস্তাব গৃহীত

সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার ক্ষমতার  মেয়াদ আরও তিন বছর বৃদ্ধি করার জন্য সংবিধান সংশোধন ও সেনা আইন সংশোধনের একটি খসড়া প্রস্তাব অনুমোদন করেছে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ। সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধিকে কেন্দ্র করে আইনের অস্পষ্টতা প্রত্যাহারে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে বুধবার ওই বিলটি উত্থাপন করা হয় মন্ত্রিপরিষদে। সেখানে তা অনুমোদন পাওয়ার পর আজ সংশোধন বিল উত্থাপন করার কথা রয়েছে পার্লামেন্টে। এ বিষয়ে বিরোধীদের সঙ্গে সরকারের কথা হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন ডন। ওই বৈঠকে উপস্থিত মন্ত্রিপরিষদের একজন সদস্য বলেছেন, সংশোধনী প্রস্তাব অনুযায়ী, মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে একজন সেনাপ্রধানের চাকরির মেয়াদ হবে সর্বোচ্চ ৬৪ বছর। তবে নিয়মিত অবসরে যাওয়ার বয়স সীমাবদ্ধ থাকবে ৬০ বছরে।

সর্বশেষ খবর