শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাণিজ্য যুদ্ধ প্রশমনে যুক্তরাষ্ট্র-চীন চুক্তি

বাজারকে বিপর্যস্ত করে বিশ্ব অর্থনীতির ওপর চেপে বসা বাণিজ্য যুদ্ধ শিথিল করতে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও চীন। বিবিসি জানায়, এই চুক্তি মার্কিন অর্থনীতিতে ‘রূপান্তর’ ঘটাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে চীনা নেতারা একে  ‘উইন-উইন’ চুক্তি অবহিত করে   এটি দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটাতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন। বুধবার ওয়াশিংটন ডিসিতে চুক্তিটি স্বাক্ষর হয়। চুক্তিতে চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি ২০১৭-এর স্তরের ওপরে ২০০ বিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি করার এবং মেধাস্বত্ব আইন জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর নতুন করে আরোপিত কিছু শুল্ক অর্ধেক করতে সম্মত হয়েছে। কিন্তু এই চুক্তিতে বাণিজ্য বিরোধের অনেকগুলো উৎস অমীমাংসিতই রয়ে গেছে।

সর্বশেষ খবর