শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
অ ন্য খ ব র

পিতৃত্বকালীন ছুটিতে জাপানি মন্ত্রী

পিতৃত্বকালীন ছুটিতে জাপানি মন্ত্রী

পিতৃত্বকালীন ছুটি নেওয়ার ঘোষণা দিয়েছেন জাপানের পরিবেশ বিষয়ক মন্ত্রী শিনজিরো কইজুমি। আইনপ্রণেতাদের মধ্যে পিতৃত্বকালীন ছুটি নেওয়া জাপানে খুব একটা প্রচলিত নয়। বুধবার কইজুমি বলছেন, দু’সপ্তাহের ছুটিতে যেতে চাচ্ছেন তিনি। তার এ সিদ্ধান্ত জাপানের কাজের সংস্কৃতি পরিবর্তনে ভূমিকা রাখতে পারে বলে কইজুমি আশা প্রকাশ করেছেন। এ বিষয়ে তিনি খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। চলতি মাসের শেষদিকেই কইজুমির সন্তান জন্ম নিতে পারে। জাপানের পুরুষ এবং নারী প্রত্যেকেই সন্তানের জন্ম উপলক্ষে কাজ থেকে ছুটি নিতে পারেন। কিন্তু কাজের চাপের কারণে ২০১৮ সালে মাত্র ৬ শতাংশ বাবা এ ছুটি নিয়েছেন, মায়েদের  ক্ষেত্রে এ হার ৮২ শতাংশ।

সর্বশেষ খবর