শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইরানে এবার সোলাইমানির ঘনিষ্ঠ কমান্ডারকে হত্যা

ইরানে এবার সোলাইমানির ঘনিষ্ঠ কমান্ডারকে হত্যা

ইরানের জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহতের শোক কাটিয়ে উঠার আগেই দেশটির আরেক শীর্ষ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামিকে হত্যা করা হয়েছে। বুধবার ইরানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানের দারখোভিন শহরে নিজ বাড়ির সামনে দুই বন্দুকধারী আঁততায়ী তার মাথায় গুলি করে তাকে হত্যা করে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। তবে হত্যার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। আবদুল হোসেইন মোজাদ্দামি রেভল্যুশনারি গার্ড বাহিনীর বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার এবং সোলাইমানির অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন। আইআরজিসির মোট পাঁচটি ফোর্সের মধ্যে বাসিজ ফোর্স একটি। ইরানের অভ্যন্তরীণ যে কোনো আন্দোলন দমাতে এ ফোর্স ব্যবহার করা হয়।

ব্যবসায়ীদের ভিসা দেওয়া বন্ধ করল আমেরিকা : মার্কিন সরকার ইরানের ব্যবসায়ীদের ভিসা দেওয়া বা তাদের ভিসা নবায়ন করা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, ইরানি নাগরিক বা তাদের আত্মীয়-স্বজন এখন থেকে আর আমেরিকার কাছে ই-ওয়ান ও ই-টু ভিসার আবেদন করতে বা এ ধরনের ভিসা নবায়নের আবেদন করতে পারবেন না। গতকাল থেকে এ নির্দেশ কার্যকর হবে।

সর্বশেষ খবর