শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
মার্কিন কর্মকর্তাকে গ্রেটা

জলবায়ু পরিবর্তন বুঝতে ডিগ্রি থাকতে হয় না

জলবায়ু পরিবর্তন বুঝতে ডিগ্রি থাকতে হয় না

 

বিশ্বজুড়ে সাড়াজাগানো জলবায়ু কর্মী সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ বলেছেন, জলবায়ু পরিবর্তনের

প্রভাব বুঝতে অনেক বেশি ডিগ্রি অর্জন করতে হয় না। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নাচিনের করা মন্তব্যের জবাবে এ কথা বলেন তিনি। স্টিভেন বলেছিলেন গ্রেটার অর্থনীতি বিষয়ে পড়াশোনা করা উচিত। তাহলে তিনি বুঝবেন জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে কী সম্পর্কিত রয়েছে। দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল থানবার্গ যে জীবাশ্ম জ্বালানি নিয়ে কথা বলছেন তা নিয়ে তার মন্তব্য কী। জবাবে তিনি বলেন, ‘তিনি কি প্রধান অর্থনীতিবিদ? আমি জানি না। সে কলেজে গিয়ে অর্থনীতি পড়াশোনা শেষ করুক। তারপর আমাদের বুঝিয়ে বলুক।’

 

সর্বশেষ খবর