শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

২০১৮ সালে ৪৮ হাজার মার্কিনির আত্মহত্যা

রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের তথ্য

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৮ সালে ৪৮ হাজার ৩৪৪ জন আত্মহত্যা     করেছেন। আগের বছর সেই সংখ্যা ছিল ৪৭ হাজার ১৭৩ জন। ফেডারেল সরকারের ‘রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র’ (সিডিসি) থেকে ৩০ জানুয়ারি এ তথ্য জানানো হয়েছে। ১৯৯৯ সালের তুলনায় ২০১৮ সালে আত্মহত্যার হার বেড়েছে ৩৫ ভাগ। আমেরিকায় নানা কারণে মৃত্যুর অন্যতম প্রধান যে ১০টি কারণ রয়েছে তার একটি হচ্ছে আত্মহত্যা এবং অপরটি নিউমোনিয়া/ইনফ্লুয়েঞ্জা। ‘আমেরিকান অ্যাসোসিয়েশন অব সুইসাইডোলজি’র বোর্ড মেম্বার এপ্রিল ফোরম্যান প্রচ- বলেন, ‘আমি কোনোভাবেই অবাক     হইনি যে, আত্মহত্যা রোধে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ নিতে কেউই এখন পর্যন্ত যত্নবান হননি। এমন অবস্থা গ্রহণযোগ্য হতে পারে না। আত্মহত্যার প্রবণতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।’ প্রাপ্ত তথ্য     অনুযায়ী, প্রতি লাখে ১৪.২ জন আত্মহত্যা করছেন। আরও জানা গেছে, আত্মহত্যার সংখ্যা অর্ধ লাখের কম হলেও প্রতি বছর আত্মহত্যার কথা ভাবে এমন মার্কিনির সংখ্যা ৯০ লাখের মতো।

সিডিসির তথ্য অনুযায়ী, ২০১৭ সালে এক কোটি ৬ লাখ মার্কিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এর মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেন ৩২ লাখ। অবশেষে আত্মহত্যার প্রক্রিয়া অবলম্বন করেন ১৪ লাখ। -এনআরবি নিউজ

সর্বশেষ খবর