শিরোনাম
শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নির্ভয়ার ধর্ষক খুনিদের ফাঁসি আটকে গেল

ভারতের দিল্লিতে নির্ভয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত আসামিদের মৃত্যুদন্ড কার্যকর হওয়ার কথা ছিল ১  ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৬টায়। কিন্তু মৃত্যুদ- কার্যকরের আগের দিন গতকাল মৃত্যুদন্ড কার্যকরের দিনক্ষণ বাতিল করা হয়েছে। গতকাল এক আসামির ক্ষমা প্রার্থনার আরজির কারণে দিল্লির আদালত এই আদেশ দেয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া কোনো আসামির মৃত্যুদন্ড কার্যকর করা যাবে না। এক আসামির আইনজীবী এপি সিং বলেন, ‘মৃত্যুদন্ডাদেশ কার্যকরের দিনক্ষণ বাতিল করা হয়েছে এবং কোনো নতুন তারিখ এখনো দেওয়া হয়নি।’

এই মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত চার অভিযুক্ত হলেন-মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় কুমার সিং ও পবন গুপ্ত।

শুক্রবার সুপ্রিম কোর্টে একটি নতুন পিটিশন ফাইল দাখিল করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন। এর পর পরই এই মামলায় দোষী সাব্যস্ত চার আসামির একজন রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদন জানান। রাষ্ট্রপতি যদি এই আবেদন তৎক্ষণাৎ খারিজ করেও দেন, তবুও আগামী ১৪ দিনের আগে মৃত্যুদন্ডাদেশ কার্যকর করা যাবে না।

সর্বশেষ খবর