বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

তুর্কি রাষ্ট্রদূতকে তলব ভারতের

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পাকিস্তান সফরে গিয়েছিলেন। সে সময় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুতে বক্তব্য দিয়েছেন তিনি।  এই ঘটনার প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। তুর্কি রাষ্ট্রদূতকে দিল্লি এটাও সতর্ক করে বলেছে, এরদোগানের ওই বক্তব্যের জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর প্রভাব পড়বে। তুরস্কের  প্রেসিডেন্ট গত বৃহস্পতিবার দুই দিনের সফরে পাকিস্তান যান। সে সময় দেশটির জাতীয় সংসদের যৌথ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জম্মু-কাশ্মীরের স্বায়ত্ত্ব¡শাসন বাতিল করে ভারতের সঙ্গে রাজ্যটিকে একীভূত করে নেওয়ার কারণে সেখানকার পরিস্থিতির অবনতি হয়েছে।

সর্বশেষ খবর