বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘ভুতুড়ে’ জাহাজ

 ‘ভুতুড়ে’ জাহাজ

ইউরোপে ধেয়ে আসা ডেন্নিস ঝড়ের প্রভাবে আয়ারল্যান্ড উপকূলে আটকা পড়েছে একটি পরিবহন জাহাজ। জাহাজটিতে কোনো ব্যক্তি বা মালামাল নেই। বিবিসি জানিয়েছে, আটলান্টিক সমুদ্রে এক বছরেরও বেশি সময় ধরে উদ্দেশ্যহীনভাবে পাড়ি দিয়েছে এই জাহাজটি।  জাহাজটিকে আল্টা নামে চিহ্নিত করা হয়েছে। এটির বেশ কয়েকটি নাম ও মালিকের কথা জানা গেছে। ১৯৭৬ সালে তৈরি জাহাজটি সর্বশেষ তানজানিয়ার পতাকা নিয়ে চলাচল করেছে। বিবিসি জানিয়েছে, জাহাজটির উদ্দেশ্যহীন চলাচলের কথা আগেই জানত বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ। সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে জাহাজটিকে শনাক্ত করে ব্রিটিশ নৌবাহিনীর একটি জাহাজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর