সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শান্তিচুক্তি সইয়ের আগে যুক্তরাষ্ট্র-তালেবান ‘অস্ত্রবিরতি’ শুরু

আগামী ২৯ ফেব্রুয়ারি আফগানিস্তানে তালেবানের সঙ্গে শান্তিচুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাষ্ট্র, তালেবান ও আফগান সরকারি বাহিনীর মধ্যে এক সপ্তাহের ‘সহিংসতা হ্রাস তথা অস্ত্রবিরতি’ শুরু হয়েছে। আলজাজিরার খবরে বলা  হয়, টানা ১৮ বছরের যুদ্ধের ইতি টানার আশা জাগিয়ে শুক্রবার থেকে এ অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র ও তালেবান প্রতিনিধিদের মধ্যে চলমান শান্তি আলোচনায় এ ঐকমত্য হয়। যদি এ অস্ত্রবিরতি টেকসই হয় তাহলে শান্তিচুক্তি সইয়ের মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পথ সুগম হবে। এ অস্ত্রবিরতি শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে জানান আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, এ চুক্তি সফলভাবে বাস্তবায়ন হলে আগামী ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে শান্তিচুক্তি সইয়ে অগ্রসর হবে। পম্পেওর ঘোষণার পরপরই তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ বলেন, শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষই জ্যেষ্ঠ প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে।

সর্বশেষ খবর