শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

ব্রিটেনে আক্রান্ত ৬৬ লাখ মানুষ

দাবি সিম্পটম ট্র্যাকারের

প্রতিদিনই হাজার হাজার মানুষ কভিড-১৯ এ আক্রান্ত হচ্ছে। করোনার থাবা থেকে রক্ষা পায়নি সবচেয়ে উন্নত যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনের মতো দেশ থেকে শুরু করে আফ্রিকার গরিব দেশগুলো। যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়েছে করোনা। আর করোনার রোগী চিহ্নিত করার জন্য ‘কভিড সিম্পটম ট্র্যাকার’ নামের একটি অ্যাপ এনেছে লন্ডনের কিংস কলেজের বিজ্ঞানীরা। আর সেই অ্যাপই বলছে ব্রিটেনে করোনায় আক্রান্ত দেশটির ছয় দশমিক ছয় মিলিয়ন মানুষ। অর্থাৎ প্রায় ৬৬ লাখ। গত সপ্তাহে এই অ্যাপটিকে বাজারে ছাড়া হয়। অনলাইনে এই অ্যাপটি ছাড়ার পর ২৪ ঘণ্টায় ডাউনলোড করা হয়েছে ৬৫ লাখ বার। আর সেই থেকে এই অ্যাপটি যারা ব্যবহার করছেন তাদের মধ্যে ১০ শতাংশ মানুষেরই করোনার লক্ষণ রয়েছে। তাদের মধ্যে জ্বর, কাশি ও ক্লান্তি রয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ হাসপাতালে না থাকলে কাউকে এই ভাইরাসের পরীক্ষা করছে না।

সর্বশেষ খবর