রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

‘ইরাকে অভিযানের বিরুদ্ধে পেন্টাগনকে হুঁশিয়ারি’

ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির বিরুদ্ধে সামরিক অভিযানের যে পরিকল্পনা নিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন শীর্ষ পর্যায়ের একজন জেনারেল।

পেন্টাগনের এ গোপন পরিকল্পনা দেখেছেন অথবা এ ব্যাপারে ব্রিফ করা হয়েছে এমন কয়েকজন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন যে, মার্কিন কেন্দ্রীয় কমান্ড এবং ইরাকে মোতায়েন সামরিক কর্মকর্তাদের পেন্টাগন এ নির্দেশ দিয়েছে যে, পপুলার মোবিলাইজেশন ইউনিটের অন্যতম অঙ্গসংগঠন কাতাইব হিজবুল্লাহকে নির্মূল করার ব্যবস্থা নিতে হবে। পেন্টাগনের এ নির্দেশনার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে লেফটেন্যান্ট জেনারেল রবার্ট পি হোয়াইট বলেছেন, এ ধরনের অভিযান প্রচ-  রকমের রক্তক্ষয়ী হবে এবং তা হিতে বিপরীত হতে পারে। আমেরিকা কিছু দিন ধরে অভিযোগ করে আসছে, ইরাকে মার্কিন বিভিন্ন স্থাপনার ওপর গত কয়েক মাস ধরে যেসব রকেট হামলা হয়েছে তার সঙ্গে পপুলার মোবিলাইজেশন ইউনিটের অঙ্গসংগঠন কাতাইব হিজবুল্লাহ জড়িত এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান এ সংগঠনকে সমর্থন দিচ্ছে।

সর্বশেষ খবর