বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রাজপরিবারকে বিদায় হ্যারি- মেগানের

রাজপরিবারকে বিদায় হ্যারি- মেগানের

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান ব্রিটিশ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। ফলে এখন থেকে তারা আর রাজকীয় উপাধি ব্যবহার করতে পারবেন না। হ্যারি ও মেগানের রাজপরিবার ছাড়াকে ব্রিটিশ সংবাদমাধ্যমে ‘মেক্সিট’ হিসেবে বর্ণনা করা হচ্ছে। হ্যারি দম্পতি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তাদের নতুন জীবন শুরু করেছেন। এর আগে জানুয়ারিতে তারা রাজপরিবার ছাড়ার এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তাদের এই সিদ্ধান্তের অর্থ তারা আর রানী দ্বিতীয় এলিজাবেথের পক্ষে কোনো দায়িত্ব পালন করবেন না। তাদের এই সিদ্ধান্তে তখন রাজপরিবারে ব্যাপক তোলপাড় শুরু হয়। রাজপরিবার ছাড়ার ঘোষণার পর ৯৩ বছর বয়সী রানী তার বড় ছেলে প্রিন্স চার্লস ও তার দুই সন্তান প্রিন্স উইলিয়াম ও হ্যারির সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে হ্যারি-মেগানের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানানো হয়। তবে বলা হয় তারা আর রাজকীয় উপাধি ব্যবহার করতে পারবেন না। এদিকে এই দম্পতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন না। নিরাপত্তা খরচও পচ্ছেন না।

সর্বশেষ খবর