বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মৃত্যু মিছিলের মধ্যেও স্বস্তির খবর, ইতালিতে কমছে সংক্রমণ

করোনার জেরে সর্বাধিক মৃত্যু দেখেছে ইতালি। কিন্তু গত ২৪ ঘণ্টায় সংক্রমণের প্রভাব কিছুটা কমেছে ইতালিতে। যা আশার আলো দেখাচ্ছে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে। জাতীয় লকডাউনের জেরে সোমবার ও গতকাল মৃত্যুর হার কিছুটা কমেছে ইউরোপের  দেশে। যার প্রমাণ মিলেছে হাতেনাতে। গত পরশু ইতালিতে মৃত্যু হয়েছে ৮১২ জনের। গতকাল একজনও মারা যায়নি। দেশটিতে গতকাল পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৫৯১ জন। তবে ১৫৯০ জন গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন বলে জানা গেছে। দেশের অসামরিক সুরক্ষা পরিষেবার প্রধান অ্যাঞ্জেলো বরেল্লি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার দেখে বোঝা যাচ্ছে সংক্রমণের গতি কমেছে। মহামারী হওয়ার পর এই প্রথম স্লথ হয়েছে সংক্রমণের গতি।

সর্বশেষ খবর