বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব কিন্তু বাণিজ্যে রমরমা চীন

করোনা আতঙ্কে রাত হারাম ব্যবসায়ী থেকে শুরু করে রাষ্ট্রনায়কদের। তাবড় তাবড় শক্তিধর রাষ্ট্রের প্রশাসকদের মুখ ফ্যাকাশে হয়ে পড়েছে। অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা করছেন বড় অর্থনীতিবীদরা। চীনের উহান প্রদেশ থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। ইতালি, ফ্রান্স থেকে শুরু করে আমেরিকাসহ উন্নত বহু  দেশে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। তবে বেইজিং বিশ্বকে জানিয়েছে, তারা একপ্রকার এই ভাইরাসকে কাবু করেছে।  যেহেতু এই ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, তাই নানা প্রতিরোধ দিয়েই ঠেকিয়ে রাখা সম্ভব হয়েছে এই ভাইরাসকে। এরপরই বিশ্বব্যাপী নানা দেশ থেকে চীনের কাছে অর্ডার আসে এই ভাইরাস প্রতিরোধজাত দ্রব্যের জন্য। ইউরোপের অনেক গণমাধ্যম জানিয়েছে, চীনে নাকি বর্তমানে এমন বহু কারখানা গড়ে উঠেছে,  যেখানে তৈরি হচ্ছে গ্লাভস, মাস্ক, স্যুট ইত্যাদি দ্রব্য। সেগুলো বিদেশে রপ্তানিও করছে চীন। বিনিময়ে আসছে বিলিয়ন বিলিয়ন বৈদেশিক ডলার। যার জেরে ক্রমেই স্থিতিশীল হচ্ছে চীনের অর্থনীতি।

সর্বশেষ খবর