ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে অন্তত ১১ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে যেমন শিশু রয়েছে তেমনি অনেক বয়স্ক মানুষও আছেন। অসুস্থ কয়েক হাজার মানুষ। সংকটজনক অবস্থায় রয়েছে ২০ জনের মতো মানুষ। বৃহস্পতিবার ভোর রাত ২টা ৩০ মিনিট নাগাদ বিশাখাপত্তমের আর.আর.ভেঙ্কটপুরম গ্রামে এলজি পলিমারস কেমিক্যাল প্ল্যান্ট থেকে এই গ্যাস ছড়িয়ে পড়ে। প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে একাধিক গ্রামে ওই গ্যাসের ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ে, সেই সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভোর রাতে যখন এই গ্যাস লিক হয় তখন অধিকাংশ মানুষই ঘুমিয়ে ছিলেন। কিন্তু গ্যাসের গন্ধ নাকে আসার পরই সঙ্গে সঙ্গেই ঘর ছেড়ে খোলা আকাশের নিচে বেরিয়ে আসেন শতাধিক মানুষ। বিষাক্ত গ্যাসের ফলে মানুষের শরীরে মাথাব্যথা, চোখ জ্বলা, শ্বাসকষ্ট, বমিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। শিশু, বয়স্ক, মহিলা, পুরুষ-অসুস্থ হয়ে বা জ্ঞান হারিয়ে কেউ বাড়িতে কেউ বা আবার রাস্তার মধ্যেই অচেতন হয়ে পড়ে থাকে। প্রচুর গবাদিপশুরও মৃত্যু ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ, দুর্যোগ মোকাবিল দল, ফায়ার সার্ভিস টিম, অ্যাম্বুলেন্স। এরপরই প্রশাসনের তরফে ওই সংস্থার পার্শ্ববর্তী গ্রামগুলো খালি করা শুরু হয় এবং মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়। যদিও গ্যাসের তীব্রতায় প্রথমে ওই এলাকায় ঢুকতে প্রচ- সমস্যা পোহাতে হয় উদ্ধারকারী দলের সদস্যদের। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সকালেই ট্যুইট করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘বিশাখাপত্তমের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ওরা পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছেন। আমি এই দুর্ঘটনায় প্রত্যেকের সুরক্ষা ও মঙ্গল কামনা করি।’
শিরোনাম
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
ভারতে গ্যাস লিকে মৃত্যু ১১ অসুস্থ কয়েক হাজার
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর