ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে অন্তত ১১ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে যেমন শিশু রয়েছে তেমনি অনেক বয়স্ক মানুষও আছেন। অসুস্থ কয়েক হাজার মানুষ। সংকটজনক অবস্থায় রয়েছে ২০ জনের মতো মানুষ। বৃহস্পতিবার ভোর রাত ২টা ৩০ মিনিট নাগাদ বিশাখাপত্তমের আর.আর.ভেঙ্কটপুরম গ্রামে এলজি পলিমারস কেমিক্যাল প্ল্যান্ট থেকে এই গ্যাস ছড়িয়ে পড়ে। প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে একাধিক গ্রামে ওই গ্যাসের ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ে, সেই সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভোর রাতে যখন এই গ্যাস লিক হয় তখন অধিকাংশ মানুষই ঘুমিয়ে ছিলেন। কিন্তু গ্যাসের গন্ধ নাকে আসার পরই সঙ্গে সঙ্গেই ঘর ছেড়ে খোলা আকাশের নিচে বেরিয়ে আসেন শতাধিক মানুষ। বিষাক্ত গ্যাসের ফলে মানুষের শরীরে মাথাব্যথা, চোখ জ্বলা, শ্বাসকষ্ট, বমিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। শিশু, বয়স্ক, মহিলা, পুরুষ-অসুস্থ হয়ে বা জ্ঞান হারিয়ে কেউ বাড়িতে কেউ বা আবার রাস্তার মধ্যেই অচেতন হয়ে পড়ে থাকে। প্রচুর গবাদিপশুরও মৃত্যু ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ, দুর্যোগ মোকাবিল দল, ফায়ার সার্ভিস টিম, অ্যাম্বুলেন্স। এরপরই প্রশাসনের তরফে ওই সংস্থার পার্শ্ববর্তী গ্রামগুলো খালি করা শুরু হয় এবং মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়। যদিও গ্যাসের তীব্রতায় প্রথমে ওই এলাকায় ঢুকতে প্রচ- সমস্যা পোহাতে হয় উদ্ধারকারী দলের সদস্যদের। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সকালেই ট্যুইট করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘বিশাখাপত্তমের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ওরা পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছেন। আমি এই দুর্ঘটনায় প্রত্যেকের সুরক্ষা ও মঙ্গল কামনা করি।’
শিরোনাম
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ভারতে গ্যাস লিকে মৃত্যু ১১ অসুস্থ কয়েক হাজার
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর