ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে অন্তত ১১ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে যেমন শিশু রয়েছে তেমনি অনেক বয়স্ক মানুষও আছেন। অসুস্থ কয়েক হাজার মানুষ। সংকটজনক অবস্থায় রয়েছে ২০ জনের মতো মানুষ। বৃহস্পতিবার ভোর রাত ২টা ৩০ মিনিট নাগাদ বিশাখাপত্তমের আর.আর.ভেঙ্কটপুরম গ্রামে এলজি পলিমারস কেমিক্যাল প্ল্যান্ট থেকে এই গ্যাস ছড়িয়ে পড়ে। প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে একাধিক গ্রামে ওই গ্যাসের ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ে, সেই সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভোর রাতে যখন এই গ্যাস লিক হয় তখন অধিকাংশ মানুষই ঘুমিয়ে ছিলেন। কিন্তু গ্যাসের গন্ধ নাকে আসার পরই সঙ্গে সঙ্গেই ঘর ছেড়ে খোলা আকাশের নিচে বেরিয়ে আসেন শতাধিক মানুষ। বিষাক্ত গ্যাসের ফলে মানুষের শরীরে মাথাব্যথা, চোখ জ্বলা, শ্বাসকষ্ট, বমিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। শিশু, বয়স্ক, মহিলা, পুরুষ-অসুস্থ হয়ে বা জ্ঞান হারিয়ে কেউ বাড়িতে কেউ বা আবার রাস্তার মধ্যেই অচেতন হয়ে পড়ে থাকে। প্রচুর গবাদিপশুরও মৃত্যু ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ, দুর্যোগ মোকাবিল দল, ফায়ার সার্ভিস টিম, অ্যাম্বুলেন্স। এরপরই প্রশাসনের তরফে ওই সংস্থার পার্শ্ববর্তী গ্রামগুলো খালি করা শুরু হয় এবং মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়। যদিও গ্যাসের তীব্রতায় প্রথমে ওই এলাকায় ঢুকতে প্রচ- সমস্যা পোহাতে হয় উদ্ধারকারী দলের সদস্যদের। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সকালেই ট্যুইট করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘বিশাখাপত্তমের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ওরা পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছেন। আমি এই দুর্ঘটনায় প্রত্যেকের সুরক্ষা ও মঙ্গল কামনা করি।’
শিরোনাম
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ
- শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত
- রাজস্থানের কোচ হিসেবে ফিরলেন কিংবদন্তি সাঙ্গাকারা
- ৬ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার
- জবি ছাত্রদল-ছাত্র অধিকারের সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা
- ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ গ্রেপ্তার ২৭
- ডিবির অভিযানে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
- ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
- এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র
- ‘সৎ সাহস থাকলে হাসিনা বিচারের মুখোমুখি হতেন’
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে ফের পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
- স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- বিপিএল থেকে নাম প্রত্যাহার তামিমের
- মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
- ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
ভারতে গ্যাস লিকে মৃত্যু ১১ অসুস্থ কয়েক হাজার
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর