ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে অন্তত ১১ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে যেমন শিশু রয়েছে তেমনি অনেক বয়স্ক মানুষও আছেন। অসুস্থ কয়েক হাজার মানুষ। সংকটজনক অবস্থায় রয়েছে ২০ জনের মতো মানুষ। বৃহস্পতিবার ভোর রাত ২টা ৩০ মিনিট নাগাদ বিশাখাপত্তমের আর.আর.ভেঙ্কটপুরম গ্রামে এলজি পলিমারস কেমিক্যাল প্ল্যান্ট থেকে এই গ্যাস ছড়িয়ে পড়ে। প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে একাধিক গ্রামে ওই গ্যাসের ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ে, সেই সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভোর রাতে যখন এই গ্যাস লিক হয় তখন অধিকাংশ মানুষই ঘুমিয়ে ছিলেন। কিন্তু গ্যাসের গন্ধ নাকে আসার পরই সঙ্গে সঙ্গেই ঘর ছেড়ে খোলা আকাশের নিচে বেরিয়ে আসেন শতাধিক মানুষ। বিষাক্ত গ্যাসের ফলে মানুষের শরীরে মাথাব্যথা, চোখ জ্বলা, শ্বাসকষ্ট, বমিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। শিশু, বয়স্ক, মহিলা, পুরুষ-অসুস্থ হয়ে বা জ্ঞান হারিয়ে কেউ বাড়িতে কেউ বা আবার রাস্তার মধ্যেই অচেতন হয়ে পড়ে থাকে। প্রচুর গবাদিপশুরও মৃত্যু ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ, দুর্যোগ মোকাবিল দল, ফায়ার সার্ভিস টিম, অ্যাম্বুলেন্স। এরপরই প্রশাসনের তরফে ওই সংস্থার পার্শ্ববর্তী গ্রামগুলো খালি করা শুরু হয় এবং মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়। যদিও গ্যাসের তীব্রতায় প্রথমে ওই এলাকায় ঢুকতে প্রচ- সমস্যা পোহাতে হয় উদ্ধারকারী দলের সদস্যদের। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সকালেই ট্যুইট করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘বিশাখাপত্তমের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ওরা পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছেন। আমি এই দুর্ঘটনায় প্রত্যেকের সুরক্ষা ও মঙ্গল কামনা করি।’
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা