ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে অন্তত ১১ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে যেমন শিশু রয়েছে তেমনি অনেক বয়স্ক মানুষও আছেন। অসুস্থ কয়েক হাজার মানুষ। সংকটজনক অবস্থায় রয়েছে ২০ জনের মতো মানুষ। বৃহস্পতিবার ভোর রাত ২টা ৩০ মিনিট নাগাদ বিশাখাপত্তমের আর.আর.ভেঙ্কটপুরম গ্রামে এলজি পলিমারস কেমিক্যাল প্ল্যান্ট থেকে এই গ্যাস ছড়িয়ে পড়ে। প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে একাধিক গ্রামে ওই গ্যাসের ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ে, সেই সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভোর রাতে যখন এই গ্যাস লিক হয় তখন অধিকাংশ মানুষই ঘুমিয়ে ছিলেন। কিন্তু গ্যাসের গন্ধ নাকে আসার পরই সঙ্গে সঙ্গেই ঘর ছেড়ে খোলা আকাশের নিচে বেরিয়ে আসেন শতাধিক মানুষ। বিষাক্ত গ্যাসের ফলে মানুষের শরীরে মাথাব্যথা, চোখ জ্বলা, শ্বাসকষ্ট, বমিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। শিশু, বয়স্ক, মহিলা, পুরুষ-অসুস্থ হয়ে বা জ্ঞান হারিয়ে কেউ বাড়িতে কেউ বা আবার রাস্তার মধ্যেই অচেতন হয়ে পড়ে থাকে। প্রচুর গবাদিপশুরও মৃত্যু ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ, দুর্যোগ মোকাবিল দল, ফায়ার সার্ভিস টিম, অ্যাম্বুলেন্স। এরপরই প্রশাসনের তরফে ওই সংস্থার পার্শ্ববর্তী গ্রামগুলো খালি করা শুরু হয় এবং মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়। যদিও গ্যাসের তীব্রতায় প্রথমে ওই এলাকায় ঢুকতে প্রচ- সমস্যা পোহাতে হয় উদ্ধারকারী দলের সদস্যদের। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সকালেই ট্যুইট করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘বিশাখাপত্তমের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ওরা পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছেন। আমি এই দুর্ঘটনায় প্রত্যেকের সুরক্ষা ও মঙ্গল কামনা করি।’
শিরোনাম
- সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে: মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ
- কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
- জনগণকে যারা বাদ দিয়েছে, তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন : খোকন
- রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানী
- ৫০০ মিটার সেতুর অভাবে তিন জেলার মানুষের ভোগান্তি
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
- হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
- নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
ভারতে গ্যাস লিকে মৃত্যু ১১ অসুস্থ কয়েক হাজার
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর