শিরোনাম
বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা
নেদারল্যান্ডস সরকারের দাবি

মিঙ্ক থেকে মানুষে ছড়িয়েছে করোনাভাইরাস

মিঙ্ক থেকে মানুষে ছড়িয়েছে করোনাভাইরাস

মিঙ্ক নামে এক ধরনের স্তন্যপায়ী প্রাণী (বেজির মতো দেখতে, কিছু সময় পানিতে থাকে) থেকে মানুষের মাঝে করোনাভাইরাস ছড়িয়েছে বলে দাবি করেছে নেদারল্যান্ডস সরকার। দেশটির দুটি মিঙ্ক ফার্মে করোনার সংক্রমণের ওপর একটি চলমান গবেষণায় পাওয়া ফলাফলের ভিত্তিতে এমন দাবি করেছে দেশটি। ডাচ সরকারের বিবৃতিতে বলা হয়, মিঙ্কের খামারে করোনার সংক্রমণের ওপর একটি নতুন গবেষণার ফলাফলের ভিত্তিতে আমরা মনে করছি, মিঙ্ক থেকে মানুষে ভাইরাসটির সংক্রমণ হয়েছে। গবেষণা থেকে এটাও মনে হচ্ছে যে কোনো ধরনের উপসর্গ ছাড়াই স্তন্যপায়ী এ প্রাণীর শরীরে কভিড-১৯ এর উপস্থিতি থাকতে পারে।’

গবেষণার ফলাফলের পরিপ্রেক্ষিতে দেশটির সব মিঙ্ক ফার্মে অ্যান্টিবডি পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ডাচ সরকারের তরফে বিবৃতিটি দেওয়া হয়। এদিকে, নেদারল্যান্ডসের দুটি মিঙ্কের খামারে করোনার বিস্তার হওয়ার পেছনে বিড়ালের ভূমিকা থাকতে পারে বলে দেশটির সরকার মনে করছে। বিবৃতিতে বলা হয়, সংক্রমিত দুটি ফার্মে যে  কভিড-১৯ ভাইরাস পাওয়া গেছে সেগুলো অনেকটা একই ধরনের। সংক্রমিত একটি মিঙ্কের ফার্মের ১১টি বিড়ালের মধ্যে ৩টিতেই করোনাভাইরাস পাওয়া গেছে। যদিও চীন থেকে করোনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে মিঙ্কের অনেক খামার রয়েছে। এ ব্যাপারে চীন থেকে কোনো তথ্য জানানো হয়নি। সিএনএন

সর্বশেষ খবর