শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

করোনা নিয়ে মমতা-অমিত বাগযুদ্ধ

করোনা নিয়ে মমতা-অমিত বাগযুদ্ধ

করোনাভাইরাস মোকাবিলা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ট্রেনে করে অভিবাসী শ্রমিক রাজ্যে পাঠানোয় পশ্চিমবঙ্গে করোনা আরও বেশি ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেন মমতা। এ নিয়ে আগেও নিজেদের মধ্যে অভিযোগের তীর ছুুড়েছেন তারা। তবে বুধবার এটি সামনে চলে আসে। খবর টাইমস অব ইন্ডিয়া।

মহারাষ্ট্রসহ অন্যান্য বেশি আক্রান্ত এলাকা থেকে অভিবাসী শ্রমিকরা বাড়ি ফিরতে থাকায় পশ্চিমবঙ্গ রাজ্যে করোনার সংক্রমণ গত দুই দিন ধরে বেড়েছে। ট্রেনে করে এসব শ্রমিক রাজ্যে ফিরছে। এ নিয়েই কেন্দ্রীয় সরকারের সঙ্গে নতুন দ্বন্দ্ব তৈরি হয়েছে রাজ্য সরকারের। এর আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চিঠি দিয়ে মমতাকে বলেন, করোনা মোকাবিলায় ভুল পথে হাঁটছে রাজ্য। এ নিয়ে ফুঁসেই ছিলেন মমতা। এখন ট্রেনে করে অভিবাসী শ্রমিকদের ঢল নামায় অমিতের প্রতিই তোপ দাগলেন তিনি। বুধবার এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে করোনাভাইরাসের মোকাবিলা প্রসঙ্গে তার কথা হয়েছে। মমতা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি জানিয়েছেন যদি তিনি মনে করে থাকেন রাজ্য সরকার করোনা মোকাবিলায় ব্যর্থ, তাহলে তিনি নিজেই কেন দায়িত্ব নিয়ে চেষ্টা করে দেখছেন না।’ 

সর্বশেষ খবর