সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

প্রতিদিন ১৫ লাখ নিউক্লিক অ্যাসিড টেস্ট করবে চীন

করোনা যাতে দ্বিতীয় বার ছড়িয়ে না পড়ে, সেজন্য আটঘাঁট বেঁধে প্রস্তুতি নিচ্ছে চীন। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, এ জন্য দিনে ১৫ লাখ নিউক্লিক অ্যাসিড টেস্ট করতে সক্ষম বেইজিং। দেশজুড়ে এই টেস্ট করা যাবে। উল্লেখ্য, এই ধরনের নিউক্লিক টেস্টে কোনো ভাইরাসের আরএনএ-র চরিত্র বোঝা যায়। সেক্ষেত্রে করোনা মোকাবিলার গবেষণায় সাহায্য হবে বলে জানাচ্ছে চীনের স্বাস্থ্য বিভাগ। চীনের বার্তা সংস্থা সিনহুয়া জাজায়, ন্যাশনাল হেলথ কমিশন এ জন্য দেশের প্রত্যেক  রেজিস্টার্ড স্বাস্থ্য সংস্থাকে এগিয়ে আসতে নির্দেশ দিয়েছে।  তৈরি থাকতে বলা হয়েছে চিকিৎসকদেরও। জানুয়ারির শেষ থেকেই এই বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে সিনহুয়া। এদিকে, আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে প্রায় শতাধিক দেশের প্রশ্নের মুখে পড়তে চলেছে বেইজিং। করোনাভাইরাসের উৎস কি, তার উত্তর চীনের কাছে পাওয়ার চেষ্টা করবে দেশগুলো। কীভাবে গোটা বিশ্বে করোনা মহামারীর আকার নিল, তার দায় কার, এই প্রশ্নও উঠে আসতে পারে আজকের বৈঠকে। চীনকে কোণঠাসা করার ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরেই চীনের বিরুদ্ধে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে আসছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর অভিযোগ করেছিলেন বিভিন্ন দেশে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর চেষ্টা করছে বেইজিং।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর