মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনা দমনে এয়ার ফিল্টার উদ্ভাবন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

করোনাভাইরাস দমনে বিশেষ পন্থা উদ্ভাবন করেছেন ইউনিভার্সিটি অব হিউস্টনের বিজ্ঞানীরা। তাঁরা এক ধরনের ‘এয়ার ফিল্টার’ তৈরি করেছেন, যা করোনাভাইরাসকে গ্রাস করতে সক্ষম। আর এ এয়ার ফিল্টার তৈরি হয়েছে নিকেল দিয়ে। এটি ৪০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় থাকবে। করোনাভাইরাসের মূল জার্ম হচ্ছে সার্স-কোভ-২। এ ফিল্টার সেই জার্মের ৯৯.৮ ভাগকেই নিঃশেষ করতে সক্ষম বলে বিজ্ঞানীরা দাবি করেছেন। পৃথক একটি ল্যাবরেটরিতে পরীক্ষাকালে দেখা যায়, অ্যানথ্রাক্স স্পোর্সকেও এ ফিল্টার হত্যা করতে পারে। বিশেষজ্ঞরা আরও দাবি করেন, এ ফিল্টার এয়ারপোর্ট ও ফ্লাইটে ব্যবহার করা যাবে। এ ছাড়া অফিস, স্কুল, সিনেমা হল ও জাহাজে ব্যবহার করা হলে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো সহজ হবে। এ গবেষণা টিমের অন্যতম সদস্য, ইউনিভার্সিটি অব হিউস্টনের ‘টেক্সাস সেন্টার ফর সুপারকন্ডাকটিভিটি’র পরিচালক ঝিফেং রেন বলেছেন, ভীতিকর পরিস্থিতি থেকে কমিউনিটিকে স্বাভাবিক করতে এ ফিল্টার অপরিসীম ভূমিকা পালন করবে।

সর্বশেষ খবর