বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

ভারতে ফের লকডাউনে যাচ্ছে ৪০ কোটি মানুষ

ভারতের তিনটি রাজ্যে ৪০ কোটিরও বেশি মানুষকে ফের লকডাউনে নেওয়া হচ্ছে। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশটিকে বেশ বেগ পেতে হচ্ছে কারণ কেবল গত পাঁচ দিনেই দেশটিতে এক লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ অবস্থায় করোনা সংক্রমণের গতি বেগতিক হওয়ার পরিপ্রেক্ষিতেই ওই তিনটি রাজ্যের কর্তৃপক্ষ নতুন করে লকডাউন কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষ্যে ভারতজুড়ে দুই মাসেরও বেশি সময় ধরে চলা লকডাউন গত ৩০ মে তুলে নেওয়া হয়। লকডাউন তুলে নেওয়ার পর থেকেই দেশটিতে করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে থাকে। গত কয়েকদিন ধরেই সেখানে দৈনিক ২৫ হাজার বা তারও বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। দৈনিক সংক্রমণে গতকালের সংখ্যা আগের সব রেকর্ড ভেঙেছে। এদিন দেশজুড়ে ২৯ হাজার ৪২৯ জন নতুন রোগী শনাক্ত হয় এবং চারশর বেশি মৃত্যু রেকর্ড করা হয়। এ নিয়ে দেশটিতে এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৩৬ হাজার ১৮১ জন। এর মধ্যে প্রাণ গেছে ২৪ হাজার ৩০৯ জনের। বিহার, উত্তর প্রদেশ ও কর্ণাটক- এ তিনটি রাজ্যের বাসিন্দারা ফের লকডাউনের আওতায় আসছেন। বিহারে আজ থেকেই নতুন করে ১৬ দিনের লকডাউন কার্যকর হচ্ছে। উত্তর প্রদেশ সরকার গত রবিবার জানিয়েছে, সেখানে জুলাই মাসজুড়েই প্রতি সপ্তাহান্তে লকডাউন বাস্তবায়ন হবে।

সর্বশেষ খবর