বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

আফগানিস্তানে পাঁচ সেনাঘাঁটি বন্ধ করল যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে আমেরিকা ও তালেবানের মধ্যে হওয়া শান্তি আলোচনা বাস্তবায়ন শুরু হয়েছে। দেশটিতে এরমধ্যেই পাঁচটি সেনাঘাঁটি বন্ধ করেছে আমেরিকা। তালিবানের সঙ্গে শান্তিচুক্তির শর্ত মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন আফগানিস্তানে নিযুক্ত বিশেষ মার্কিন দূত জালমে খলিলজাদ। জানা গেছে, হেলমন্দ, উরুজগান, পাকটিকা ও লাঘমান প্রদেশে পাঁচটি সেনাঘাঁটি বন্ধ করে দিয়েছে আমেরিকা। এই বিষয়ে নিজের টুইটার বার্তায় জালমে খলিলজাদ বলেন, ‘মার্কিন-তালেবান শান্তিচুক্তির ১৩৫তম দিনে পৌঁছে গেছি আমরা। সেনাসংখ্যা কমানো থেকে শুরু করে অন্য ক্ষেত্রেও চুক্তির প্রথম দফা পালন করতে সব চেষ্টা করেছে আমেরিকা। ন্যাটো বাহিনীও সৈনিকের সংখ্যা কমিয়ে আনছে। এবার আমরা চুক্তির দ্বিতীয় ধাপের দিকে এগোব। তবে গোটাটাই নির্ভর করবে প্রস্তাবিত শর্ত মেনে চলার ওপর। বন্দীদের মুক্তি থেকে দেশে হিংসা কমিয়ে আনা ও সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করা, সবটাই খতিয়ে  দেখা হবে।’ এদিকে, মার্কিন সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, তালেবানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও, ইসলামিক স্টেট ও আল কায়েদার জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে আফগানিস্তানে অভিযান চলছে। এছাড়াও, আফগানিস্তানের সরকারি বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনা। আমেরিকা-তালেবানের শান্তিচুক্তি নিয়ে কিছুতেই আশ্বস্ত হতে পারছে না আফগান সরকার।

সর্বশেষ খবর