বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পকে সফল দাবি করে ভোট চাইলেন স্ত্রী মেলানিয়া

ট্রাম্পকে সফল দাবি করে ভোট চাইলেন স্ত্রী মেলানিয়া

আজ শেষ হচ্ছে মার্কিন ক্ষমতাসীন রিপাবলিকান দলের চার দিনব্যাপী সম্মেলন। তবে শুরু থেকে নানা বিতর্কের সৃষ্টি করেছে এই সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার সম্মেলন নিয়ে ট্রাম্প সরকারের বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সরকারে থেকে রাজনৈতিক দলের কাজ করায় বিতর্ক চাঙা হয়ে উঠেছে। এ ছাড়া রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের লোকজনের ব্যাপক উপস্থিতি নিয়ে সমালোচনা হচ্ছে। দ্বিতীয় দিনে তাঁর পরিবারের তিনজন বক্তব্য দিয়েছেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাঁর স্বামীকে যুক্তরাষ্ট্রের ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করেছেন।

ফার্স্ট লেডি মঙ্গলবার রাতে করোনাভাইরাসে আক্রান্ত হাজার হাজার আমেরিকানের প্রতি তাঁর সমবেদনা প্রকাশ করেন। হোয়াইট হাউসের নতুন করে সাজানো রোজ গার্ডেন থেকে রিপাবলিকান পার্টির মহাসম্মেলনে বক্তব্য রাখার সময় ফার্স্ট লেডি বলেন মার্চ মাস থেকে আমাদের জীবন সম্পূর্ণ পাল্টে গেছে। তিনি বলেন, ‘আমার গভীর সমবেদনা তাঁদের প্রতি যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন। যাঁরা অসুস্থ তাঁদের জন্য থাকছে আমার প্রার্থনা। আমি আপনাদের বলতে চাই আপনারা একা নন।’ ফার্স্ট লেডির এই ভাষণের সুর ছিল প্রথম দুই রাতে অন্যদের ভাষণ থেকে সম্পূর্ণ আলাদা যেখানে কেবল লক্ষ্য করা গেছে রাজনৈতিক বাগাড়ম্বর। ট্রাম্পের সমর্থকরা ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের তীব্র সমালোচনা করেছেন এবং মহামারী ও অর্থনীতিতে এর প্রতিকূল প্রভাব ট্রাম্প যেভাবে মোকাবিলা করেছেন তার প্রশংসা করেন। নির্বাচনের আর ৬৮ দিন বাকি। বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী ট্রাম্প কোণঠাসা হয়ে পড়েছেন। প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক দলের জো বাইডেন জনপ্রিয়তার বিচারে তাঁর তুলনায় এগিয়ে রয়েছেন। এই অবস্থায় ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। রিপাবলিকান দল তাঁকে আনুষ্ঠানিকভাবে আবার দ্বিতীয় কার্যকালের জন্য মনোনীত করেছে। দলের সম্মেলনে একের পর এক বক্তা ট্রাম্পের পক্ষে ভাষণ দিচ্ছেন এবং বাইডেনকে কড়া ভাষায় আক্রমণ করছেন। বাইডেন প্রেসিডেন্ট হলে দেশ কীভাবে রসাতলে যাবে, সে বিষয়ে তাঁরা সতর্ক করে দিচ্ছেন। কিন্তু মেলানিয়া ট্রাম্প সেই পথে না গিয়ে অনেক নরম সুরে স্বামীর পক্ষে সওয়াল করলেন। ট্রাম্প বার বার বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দিলেও মেলানিয়া খোলাখুলি ঐক্যের পক্ষে সওয়াল করলেন। ভাষণে তিনি করোনা মহামারীর কারণে সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরেন। এই সংকট মোকাবিলায় স্বামীর আন্তরিকতা তুলে ধরতে মেলানিয়া বলেন, ‘এমন ভয়াবহ মহামারীর ফলে ক্ষতিগ্রস্ত সব মানুষের দেখাশোনা করা পর্যন্ত ট্রাম্প বিশ্রাম নেবে না।’ বিবিসি, সিএনএন, এএফপি

সর্বশেষ খবর