সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

চিঠি পাঠিয়ে আন্দোলনকারীরা বলল এটা ‘বিজয়’

থাই রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ

থাইল্যান্ডের রাজাবিরোধী বিক্ষোভকারীরা গতকাল ব্যাংকক কর্তৃপক্ষের কাছে রাজতন্ত্র সংস্কারের দাবির একটি তালিকা হস্তান্তর করার পর ‘বিজয়’ বলে ঘোষণা করেছে। রাজাকে শ্রদ্ধা করে এমন একটি দেশে এমন আন্দোলন একটি অভূতপূর্ব ঘটনা। থাইল্যান্ডের বিক্ষোভকারীরা রাজপ্রাসাদের কাছে একটি ফলক বসিয়েছে যাতে ঘোষণা করা হয়েছে : ‘থাইল্যান্ড জনগণের ... রাজার নয়।’ একে রাজা মাহা ভাজিরালংকনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ বলেই দেখা হচ্ছে। প্রধানত ছাত্রদের নেতৃত্বে গত জুলাই মাস থেকে যে বিক্ষোভ চলছে, তার মূল দাবি : থাইল্যান্ডের রাজতন্ত্র আর রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন ঘটাতে হবে। চলতি সপ্তাহান্তে দেশজুড়ে যে বিক্ষোভ হয়েছে এমনটি গত কয়েক বছরের মধ্যে দেখা যায়নি। কিন্তু রাজতন্ত্রে সংস্কারের দাবি থাইল্যান্ডে খুবই স্পর্শকাতর বিষয়। সে দেশে কেউ রাজার সমালোচনা করলে তার দীর্ঘমেয়াদি কারাদন্ডের বিধান রয়েছে।

সর্বশেষ খবর