শিরোনাম
রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মিসরে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু

মিসরে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা কয়েক সপ্তাহ ধরে চলবে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সমর্থকরা নির্বাচনে আধিপত্য বিস্তারে প্রস্তুত।

খবরে বলা হয়েছে, গতকাল দেশটির জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। আজ রবিবার প্রথম দফার ভোটগ্রহণ শেষ হবে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হবে আগামী ৭-৮ নভেম্বর। নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুর দিকে দুই দফায় অনুষ্ঠেয় নির্বাচনের ফল প্রকাশ হতে পারে। এ নির্বাচনের মধ্য দিয়ে মিসরের প্রতিনিধি পরিষদের নিম্নকক্ষের ৫৯৬ সদস্য নির্বাচিত হবেন। তবে দুই দফার নির্বাচনই নতুন নির্বাচনী আইনের অধীনে হচ্ছে। এ বছরের জাতীয় নির্বাচনে দেশটির সংসদের নিম্ন সভায় ৫৯৬টির মধ্যে ৫৬৮টি আসন নির্বাচন করবে। যার মধ্যে ৫০ ভাগ প্রাক নির্বাচিত তালিকার জন্য বরাদ্দ থাকবে। বাকি আসনগুলো পৃথক প্রার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হবে। যেখান থেকে আল-সিসি সরাসরি ২৮ জন বিধায়ক নিয়োগ দিতে পারবেন। সমালোচকরা বলেছেন, এতে আল-সিসির সমর্থকরাই উপকৃত হবে। রয়টার্স

নির্বাচনে মোস্তাকবাল ওয়াটন পার্টি বা ‘নেশনস ফিউচার পার্টি’ এর নেতৃত্বে সরকার সমর্থক জোটের বেশিরভাগ প্রার্থী মাঠে নেমেছেন। আর গত আগস্টে মোস্তাকবাল ওয়াটন পার্টির নেতা আবদেল ওয়াহাব আবদেল রাজেক প্রধান সিনেটর মনোনীত হন। সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় তিন-চতুর্থাংশ আসন অর্জন করেছিলেন। নির্বাচন নিয়ে বিশ্লেষকরা বলেছেন, জাতীয় নির্বাচন আল-সিসির নিয়ন্ত্রণে রয়েছে। যার ফলে অনেকের রাজনীতির প্রতি আগ্রহ কমেছে, ধীরে ধীরে নির্বাচনের ভোটারদের সংখ্যাও হ্রাস পাচ্ছে।

উল্লেখ্য, ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ওই সময়ের সেনাপ্রধান আবদুল ফাত্তাহ আল-সিসি ২০১৪ সাল থেকে ক্ষমতায় রয়েছেন।

সর্বশেষ খবর