সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কাবুলে শিক্ষা কেন্দ্রে জঙ্গি হামলা, নিহত ২৪

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আত্মঘাতী বোমা হামলায় শিক্ষার্থীসহ ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে। একই ঘটনায় ৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর- বার্তা সংস্থা রয়টার্স। শনিবার স্থানীয় সময় বিকালে একটি বেসরকারি শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণটি ঘটানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, নিরাপত্তা রক্ষীরা একজন হামলাকারীকে শনাক্ত করার পর সে কাওসার ই দানিশের সামনের রাস্তায় বিস্ফোরণ ঘটায়। হতাহতদের বেশির ভাগই শিক্ষার্থী, যাদের বয়স ১৫ থেকে ২৬ বছর। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বোমা হামলায় ৫৭ জন আহত হয়েছে। স্থানীয় বাসিন্দা আলী রেজা জানিয়েছেন, আমরা সবাই কেন্দ্রে প্রবেশের অপেক্ষায় ছিলাম। আমি কেন্দ্রটি থেকে ১০০ মিটার দূরে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ বিস্ফোরণে আমি পড়ে যাই। কাওসার ই দানিশের একজন শিক্ষক জানিয়েছেন, প্রতিষ্ঠানটিতে হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আসে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে হামলার ঘটনায় সকলে হতবাক। তবে কারা হামলাটি চালিয়েছে শেষ খবর পর্যন্ত পরিষ্কার হয়নি। তবে তালেবান মুখপাত্র হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। আফগানিস্তানে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় কাতারের রাজধানী দোহায় তালেবান ও আফগান সরকারের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইসলামিক স্টেট কোনো প্রমাণ ছাড়া টেলিগ্রামে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।

সর্বশেষ খবর