সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
অন্য খবর

মঙ্গলের পাথর এনে হবে প্রাণের অস্তিত্বের পরীক্ষা

মঙ্গলের পাথর এনে হবে প্রাণের অস্তিত্বের পরীক্ষা

মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে কি নাই তা জানতে পৃথিবীর বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই। এজন্য চলেছে গবেষণা এন্তার টাকা খরচ। তাই এবার আর মঙ্গলে গিয়ে নয় বরং লাল গ্রহের পাথর পৃথিবীতে নিয়ে এসে পরীক্ষা করা হবে গ্রহটিতে প্রাণের কোনো অস্তিত্ব আছে কি নাই। মঙ্গলের প্রাণের অস্তিত্বের সন্ধানে মরণপণ করেছে নাসা। এবার আগে মঙ্গলে গিয়ে নয় প্রাণ আছে কিনা সেটা যাচাই করে নিয়ে পৃথিবীতে মঙ্গল গ্রহের পাথর নিয়ে আসছে নাসা। গত ১০ নভেম্বর প্রেস রিলিজ বের করে এই তথ্য প্রকাশ করেছে নাসা।

সর্বশেষ খবর