মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ইথিওপিয়ায় বেসামরিক নাগরিকদের রক্ষায় জাতিসংঘের আহ্বান

জাতিসংঘ ইথিওপিয়ার তাইগ্রে উত্তেজনাপূর্ণ অঞ্চলের বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অবি আহমেদ তাইগ্রের রাজধানী মেকেলে অবস্থানরত বিদ্রোহী বাহিনীকে আত্মসমর্পণের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার পর এই আহ্বান জানায় জাতিসংঘ। রয়টার্স জানিয়েছে, ইথিওপিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বজায় রাখা টিপিএলএফ পার্টির বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর লড়াই শুরু পর থেকে তাইগ্রে অঞ্চলে শত শত মানুষ মারা যায়। আঞ্চলিক এই সংঘাতের কারণে দেশটির প্রায় ৩০ হাজার শরণার্থী সুদানে আশ্রয় নিয়েছেন। ইথিওপিয়ায় জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ক্যাথরিন সোজি রয়টার্সকে বলেছেন, তাইগ্রের সংঘাতপূর্ণ অঞ্চলে জাতিসংঘের সহায়তা কর্মীদের সুরক্ষা এবং আঞ্চলিক রাজধানী মেকেলে বসবাসরত ৫ লাখ ২৫ হাজার বেসামরিকের সুরক্ষার প্রত্যাশা করেছেন। অঞ্চলটির বেসামরিক নাগরিকদের খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাব্যবস্থাসহ অন্যান্য নাগরিক সুবিধা চেয়েছেন জাতিসংঘের এই মানবিক সমন্বয়কারী। এদিকে এই টুইট বিবৃতিতে ইথিওপিয়া সরকারের জরুরি টাস্কফোর্স জানিয়েছে, ইথিওপিয়ার সামরিক বাহিনী ইতিমধ্যে তাইগ্রে অঞ্চলের বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দারুণ দৃষ্টান্ত দেখিয়েছে।

সর্বশেষ খবর