মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রেমিককে বিয়ে করছেন জাপানের রাজকন্যা ছাড়ছেন রাজপ্রাসাদ

প্রেমিককে বিয়ে করছেন জাপানের রাজকন্যা ছাড়ছেন রাজপ্রাসাদ

বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রেমিক কেই কোমোরোকে বিয়ে করছেন জাপানের রাজকন্যা মাকাও। আর রাজকন্যার সঙ্গে সাধারণে বিয়ে দিতে রাজি

হয়েছেন জাপানের যুবরাজ ফুমিহিতো। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা এই বিয়ের অনুমোদন দিয়েছেন যুবরাজ। গতকাল স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। জাপানের রাজা নারুহিতোর ছোট ভাই ক্রাউন প্রিন্স আকিশিনো জানিয়েছেন, মেয়ে রাজকুমারী মাকাওকে তার বিশ্ববিদ্যালয়ের ছেলেবন্ধু কেই কোমোরোর সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছেন তিনি। তবে তিনি জোর দিয়ে বলেছেন, তার আগে অবশ্যই কোমোরোর মা’কে চলমান আর্থিক বিতর্কের বিষয়টি সমাধান করতে হবে। জাপানের রাজপরিবার আইন ১৯৪৭ অনুসারে, রাজকন্যারা সাধারণ ব্যক্তিকে বিয়ে করলে রাজপরিবার ছাড়তে হয়। এখন রাজপরিবার ছেড়ে মাকাওকে স্বামীর সঙ্গে বসবাস করতে হবে দূরের কোনো স্থানে। রাজকন্যা এককালীন কিছু অর্থ পাবেন।

এই দম্পতির সন্তানেরাও রাজপরিবারের সদস্য হিসেবে বিবেচিত হবে না। অবশ্য এটিই প্রথম নয়। এর আগে ২০০৫ সালে রাজা আকিহিতোর মেয়ে সায়াকো সাধারণ একজনকে বিয়ে করে রাজপরিবার ছেড়ে চলে যান। এককালীন অর্থ হিসেবে তাকে দেওয়া হয়েছিল ১৩ লাখ ডলার।

সর্বশেষ খবর