মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ভারতে তীব্রতর হচ্ছে কৃষক আন্দোলন

* বিক্ষোভে হাজির কেজরিওয়াল * আটক অখিলেশ যাদব * বিজেপিকে ক্ষমতা ছাড়ার হুঁশিয়ারি মমতার

কলকাতা প্রতিনিধি

ভারতে তীব্রতর হচ্ছে কৃষক আন্দোলন

সময়ের সঙ্গে সঙ্গে ভারতের কৃষকের অরাজনৈতিক বিক্ষোভে ক্রমাগত সমর্থন বাড়ছে। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে দিল্লি-হরিয়ানা সীমান্তের সিঙ্ঘু ও তিকরি এলাকায় হাজার হাজার কৃষক আন্দোলন দেখিয়ে আসছে, যা গতকাল ১২তম দিনে পড়ল। প্রথমে হরিয়ানা ও পাঞ্জাবের কৃষক শুরু করলেও পরে উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, মধ্য প্রদেশ, রাজস্থানের কৃষকও তাতে যোগ দেয়।

এদিকে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে ওই বিক্ষোভে যোগ দেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এদিন সকালের দিকে দিল্লি-হরিয়ানা সীমান্তের সিঙ্ঘু এলাকায় গিয়ে আন্দোলনকারী কৃষকের সঙ্গে কথা বলেন, তাদের অভাব-অভিযোগ শোনেন তিনি। কেজরিওয়ালের সঙ্গেই ছিলেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও বিধায়ক। পরে কেজরিওয়াল বলেন, ‘কৃষকের সব দাবিকেই আমরা সমর্থন জানাই। তাদের দাবি ও বিষয় সবই বৈধ। প্রথম থেকেই আমি ও আমার দল তাদের সঙ্গে আছি।’ তিনি বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন সেবাদার হিসেবে এখানে এসেছি।’

এদিকে কৃষক আন্দোলনে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী, সমাজবাদী পার্টি (সপা) নেতা অখিলেশ যাদব। এদিন দুপুরে লখনৌর বিক্রমাদিত্য মার্গে নিজের বাড়ি থেকে বেরিয়ে ‘কিষান যাত্রা’র মুখেই তাকে আটক করে উত্তর প্রদেশ পুলিশ। এর আগে সেখানে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তায় বসে পড়েন অখিলেশ। পরে পুলিশ তাকে আটক করে বাসে তোলে এবং ওই স্থান থেকে সরিয়ে নিয়ে যায়।

এদিনই দুপুরে পশ্চিমবঙ্গের মেদিনীপুর কলেজ ময়দানে এক জনসভা থেকে কৃষকের লড়াইয়ে সর্বতোভাবে পাশে থাকার বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ধানের ছড়া হাতে নিয়ে তার বার্তা ‘আমরা কৃষকের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।’ জনবিরোধী কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে মমতা আরও বলেন ‘কৃষি বিল একটা বেআইনি বিল। হয় এ আইন প্রত্যাহার করুক না হয় বিজেপি সরকার ক্ষমতা ছাড়ুক।’

সর্বশেষ খবর