শিরোনাম
রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পারস্য উপসাগরে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা

২০২০ সালের ৩ জানুয়ারি ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। বর্ষপূর্তিকে ঘিরে পারস্য উপসাগরে উত্তেজনা বাড়ায় পাল্টাপাল্টি অভিযোগ এনেছে ইরান ও যুক্তরাষ্ট্র।

সিএনএন-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকান্ডের বর্ষপূর্তি এবং জো বাইডেন ক্ষমতায় আসায় মাত্র তিন সপ্তাহ আগে পারস্য উপসাগরে উত্তেজনা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার পারস্য উপসাগরে সামরিক তৎপরতা; উসকানির বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একটি চিঠি দিয়েছে ইরান। ওই চিঠিতে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী সাম্প্রতিককালে পারস্য উপসাগর এবং ওমান সাগরে বোমারু বিমান পাঠানোসহ নানা উসকানিমূলক তৎপরতা চালিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ইরান তার জনগণ, নিরাপত্তা ও ভৌগোলিক অখ-তা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো ধরনের ঝুঁকি অথবা শক্তি ব্যবহারের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দিতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। এদিকে কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে ইরাকে থাকা ইরান সমর্থিত বাহিনীগুলো কোনো ধরনের হামলা চালাবে কি না, এ নিয়ে হোয়াইট হাউসে উদ্বেগ বেড়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, উপসাগরে ইরানীয় সামুদ্রিক বাহিনী গত ৪৮ ঘণ্টার মধ্যে তাদের প্রস্তুতির মাত্রা বাড়িয়েছে।

সর্বশেষ খবর