রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ট্রাম্পের ‘ভেটো’ অগ্রাহ্য করে প্রতিরক্ষা বিল পাস

ট্রাম্পের ‘ভেটো’ অগ্রাহ্য করে প্রতিরক্ষা বিল পাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রতিরক্ষা ব্যয় বিলে ‘ভেটো’ জানিয়েছিলেন। কিন্তু তার সেই আপত্তি সম্পূর্ণ অগ্রাহ্য করেছে দেশটির কংগ্রেস। ট্রাম্পের প্রেসিডেন্সিতে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এর আগে নানা বিলে আরও আটবার ‘ভেটো’ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রত্যেকবারই তার  ‘ভেটো’ টিকে যায়। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ট্রাম্পের দল রিপাবলিকান নিয়ন্ত্রিত। ৭৪ হাজার কোটি মার্কিন ডলারের একটি প্রতিরক্ষা ব্যয় বিল নিয়ে আলোচনার জন্য শুক্রবার নতুন বছরের প্রথম দিনে  সিনেটে বিরল এক অধিবেশন হয়। সেখানে ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট’ (এনডিএএ) নিয়ে ট্রাম্পের ‘ভেটো’ অগ্রাহ্য করে বিলটি ৮১-১৩ ভোটে অনুমোদন পায়। কোনো বিল নিয়ে প্রেসিডেন্টের ‘ভেটো’ অগ্রাহ্য করার জন্য বিলটিকে অবশ্যই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয়কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। এনডিএএ আগেই ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্টের ‘ভেটোর’ বিরুদ্ধে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন পেয়েছে বলে জানায় বিবিসি। গত বুধবার ট্রাম্প ওই বিলে ‘ভেটো’ দিয়েছিলেন। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন ট্রাম্প। তার প্রেসিডেন্সির মেয়াদ আর মাত্র কয়েক সপ্তাহ। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন, ওই দিনই ট্রাম্পের মেয়াদ শেষ হচ্ছে।

সর্বশেষ খবর