সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের উসকানি দিচ্ছে ইসরায়েল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বাধিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। শনিবার এক টুইট বার্তায় তিনি এ অভিযোগ করেন। পররাষ্ট্রমন্ত্রী জারিফ জানান, তাদের কাছে গোয়েন্দা তথ্যে আছে, ইসরায়েল ইরাকে মার্কিন অবস্থানে এমনভাবে হামলা চালানোর ষড়যন্ত্র করছে, যার দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে একটি যুদ্ধে জড়ানো যায়। ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাকে পাতানো ফাঁদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আগুন নিয়ে যে কোনো খেলার কঠোর জবাব দেওয়া হবে, বিশেষ করে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের বিরুদ্ধে জবাব হবে ভয়ংকর। এর আগে গত বৃহস্পতিবার আরেক টুইটে পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেন, ইরান যুদ্ধ না চাইলেও নিজের জনগণ, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করতে এক মুহূর্তও দেরি করবে না। পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে আরও বলেন,  ট্রাম্প ও তার সঙ্গীরা মধ্যপ্রাচ্যে অস্থতিশীল করতে বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে।

সর্বশেষ খবর