বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

চার বছর পর মুক্তি পেলেন তামিল নেত্রী শশিকলা

চার বছর পর মুক্তি পেলেন তামিল নেত্রী শশিকলা

তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ সহচর ভি কে শশিকলা চার বছরের সাজা শেষে মুক্তি পেয়েছেন। দুর্নীতির মামলায় তিনি বেঙ্গালুরুর কারাগারে বন্দী ছিলেন। গতকাল আনুষ্ঠানিকভাবে জেল থেকে মুক্তি মিললেও কভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় বেশ কিছুদিন ধরে হাসপাতালে আছেন তিনি, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এ কারণে আপাতত বেঙ্গালুরুতেই থাকতে হচ্ছে ৬৬ কোটি রুপি দুর্নীতির অভিযোগে সাজা ভোগ করা এ তামিল নেত্রীকে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, জেল থেকে মুক্তি পাওয়ার সাত দিন আগে শশীকলার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।  শশিকলার মুক্তি উপলক্ষে হাসপাতালটির বাইরে তার সমর্থকদের বিপুল ভিড় দেখা গেছে। তামিল নাড়ুতে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে শশিকলা জেল থেকে ছাড়া পেলেন।

সর্বশেষ খবর