বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

চীনের কাছে মার্কিন রণতরীর নোঙর

দক্ষিণ চীন সাগরে চীনের দাবিকৃত কয়েকটি দ্বীপের কাছে গতকাল নোঙর করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি রণতরী। গত কয়েক সপ্তাহের মধ্যে এ সাগরের বিরোধপূর্ণ জলসীমায় দেশটির যুদ্ধজাহাজ মোতায়েনের এটি দ্বিতীয় ঘটনা। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই জলসীমায় মার্কিন সামরিক উপস্থিতি জোরালো করেছে জো বাইডেনের প্রশাসন। সিএনএনের খবর।

যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট জো কেইলে এক বিবৃতিতে বলেছেন, ‘জাহাজ চলাচলের ক্ষেত্রে চীন, ভিয়েতনাম ও তাইওয়ানের আরোপ করা বেআইনি নিষেধাজ্ঞার বিপরীতে আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই নৌপথের ওপর অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠা এবং এটির বৈধ ব্যবহার সমুন্নত রাখাই হলো এই নৌ-চলাচলের স্বাধীনতার (এফওএনওপি) লক্ষ্য।’ এর আগে চীন-তাইওয়ান উত্তেজনার মধ্যে গত ২৩ জানুয়ারি এই সাগরে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের একটি বহর। ওই সময়ও যুক্তরাষ্ট্র বলেছিল, ‘সমুদ্রে অবাধ বিচরণ’ নিশ্চিত করতে যুদ্ধজাহাজগুলো ওই সাগরে ঢুকেছে। বাইডেন ক্ষমতা গ্রহণের পর দক্ষিণ চীন সাগরে একাধিকবার মার্কিন রণতরী ঢোকার ঘটনা ঘটল।

সর্বশেষ খবর