রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিরিয়ায় মার্কিন বিমান হামলা ইরানের জন্য সতর্কবার্তা : বাইডেন

সিরিয়ার পূর্বাঞ্চলে গত বৃহস্পতিবার ইরানসমর্থিত দুই মিলিশিয়া গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্রের বিমান হামলা নিয়ে কথা বলেছেন  দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বিদেশে প্রথমবারের মতো চালানো এ হামলার বিষয়ে তিনি বলেছেন, ইরানের উচিত একে একটি সতর্কবার্তা হিসেবে নেওয়া।

খবরে বলা হয়, বিমান হামলা থেকে কোনো বার্তা পাঠাতে চেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে জো বাইডেন দৃশ্যত ইরানকে উদ্দেশ করে বলেন, ‘দায়মুক্ত হয়ে আপনি কাজ করতে পারেন না।’ টেক্সাসে সম্প্রতি ব্যাপক তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া  লোকজনকে সহায়তাদানের প্রচেষ্টার অংশ হিসেবে এক পরিদর্শনে গিয়ে হাউসটনে বাইডেন এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, ‘সতর্ক হয়ে যান।’ এদিকে সিরিয়া মার্কিন হামলাকে ‘কাপুরুষোচিত মার্কিন আগ্রাসন’ বলে নিন্দা জানিয়েছে। এ ছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন পদক্ষেপের কঠোর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এটিকে ‘অবৈধ হামলা’ বলে আখ্যায়িত করেছে। গত দুই সপ্তাহে সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর কিছু রকেট হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। সিরিয়া যুদ্ধের ওপর নজর রাখা যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হামলায় অন্তত ২২ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে। এ ছাড়া ইরানও ওই মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে। এএফপি

সর্বশেষ খবর