সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা
জনমত জরিপ

পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ের ইঙ্গিত

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সর্বশেষ প্রকাশিত জনমত জরিপে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। তবে শেষ পর্যন্ত তৃণমূলেরই জয় হতে পারে। এবিপি আনন্দ ও সি-ভোটারের দ্বিতীয় দফার জরিপ শেষে শনিবার রাতে প্রকাশিত প্রতিবেদনে এ ইঙ্গিত দেওয়া হয়। পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন শুরু হচ্ছে আগামী ২৭ মার্চ থেকে। ফলে ক্ষমতার লড়াই এখন মেগা নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে রাজ্যের দলগুলো। গতকাল বামফ্রন্ট রাজ্যের ব্রিগ্রেড মঞ্চে জোট শরিক কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর নেতাদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছে।
সর্বশেষ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ২১১টি আসন, বিজেপি ৩টি ও বাম-কংগ্রেস জোট ৭৭টি। ওই নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৪৪ দশমিক ৯ শতাংশ, বাম-কংগ্রেস জোট ৩২ শতাংশ ও বিজেপি ১০ দশমিক ২ শতাংশ ভোট। পশ্চিমবঙ্গে সরকার গড়তে প্রয়োজন ১৪৮টি আসন। এবিপি আনন্দ ও সি-ভোটারের জনমত জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে, ২৯৪ আসনের মধ্যে তৃণমূল জিততে পারে ১৪৮ থেকে ১৬৪টি আসন। বিজেপি জিততে পারে ৯২ থেকে ১০৮টি আসন। আর বাম-কংগ্রেস জোট জিততে পারে ৩১ থেকে ৩৯টি আসন।

সর্বশেষ খবর