শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

চীনে করোনা চিকিৎসায় তিনটি ভেষজ ওষুধের অনুমোদন

করোনার চিকিৎসায় তিনটি ভেষজ ওষুধের অনুমোদন দিয়েছে চীন। গত বুধবার চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রেশন এ-সংক্রান্ত ঘোষণা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, তিনটি স্থানীয় চীনা ওষুধ বিক্রির পথ সুগম করতে সংস্থাটি বিশেষ অনুমোদন প্রক্রিয়া ব্যবহার করেছে। ভেষজ ওষুধগুলো দানাদার প্রকৃতির। প্রাচীন চীনা ব্যবস্থাপত্রে এই ওষুধগুলোর সন্ধান পাওয়া গেছে। স্থানীয় পদ্ধতিতে এই তিনটি ভেষজ ওষুধ তৈরি করা হয়েছে। করোনা মহামারীর শুরুর দিকে চীনে চিকিৎসায় এমন ওষুধ ব্যবহার করা হয়েছে। চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ভাষ্য, ওষুধগুলো ফুসফুস পরিষ্কার করে, কণিকাকে ক্ষতিকর পদার্থ থেকে মুক্ত করে। রক্তে অক্সিজেন ছড়াতে সহায়তা করে।

সর্বশেষ খবর