রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

তৃণমূলে যোগ দিলেন যশবন্ত সিং

দীপক দেবনাথ, কলকাতা

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি মন্ত্রিসভার অর্থমন্ত্রী ও সাবেক সিনিয়র বিজেপি নেতা যশবন্ত সিং। গতকাল কলকাতায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, লোকসভার সাংসদ সুদীপ ব্যানার্জি, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্র্জির হাত ধরে তৃণমূলে শামিল হন। আর তৃণমূলে যোগ দিয়েই তিনি বলেন, ‘গত ১০ মার্চ নন্দীগ্রামে মমতা ব্যানার্জির ওপর যে হামলা হয়েছিল, তার পরই আমি তৃণমূলে যোগ দিয়ে মমতাকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিলাম।’ এদিন সকালের দিকে অসুস্থ মমতাকেও দেখতে যান যশবন্ত। তাদের মধ্যে আধা ঘণ্টার বেশি সময় ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয়। এদিন পুরনো দল বিজেপিকেও নিশানা করেন তিনি। তিনি বলেন পুরনো বাজপেয়ি জামানার সঙ্গে বর্তমানে মোদি সরকারের আকাশ পাতাল ফারাক। শিরোমণি আকালি দল, শিবসেনা, বিজেডি’এর মতো পুরনো সহযোগীরা একে একে বিজেপির সঙ্গ ছেড়ে চলে যাচ্ছে। একমাত্র নীতিশ কুমারের জেডিইউ রয়েছে। যশবন্তের অভিমত ‘আমাদের গণতন্ত্র আজ দুর্বল।

সর্বশেষ খবর