বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

হংকংয়ে চীনা টিকা নেওয়ার পর মৃত্যুর তদন্ত চলছে

প্রতিদিন ডেস্ক

চীনের তৈরি করোনাভাইরাসের টিকা সিনোভ্যাক্স প্রয়োগ করা হয়েছিল ৬৩ বছর বয়সী হংকংয়ের এক নাগরিকের ওপর। সিনোভ্যাক্স গ্রহণের পর তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টে দুই দিনের মধ্যেই মারা যান।

জর্দানের কুলচুং স্পোর্টস সেন্টারে স্থাপিত সরকারি কেন্দ্রে তাকে টিকা দেওয়া হয় ২৬ ফেব্রুয়ারি। শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত কুইন এলিজাবেথ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার হৃদযন্ত্র বন্ধ হতে থাকলে তা সক্রিয় করার জোর চেষ্টা চালানো হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। হংকংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ পত্রিকাকে জানান, রোগীকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রে দেখা যায় ইতিপূর্বে তার শ্বাসযন্ত্রের সমস্যার চিকিৎসা হয়েছে। হাসপাতালের নির্বাহী প্রধান ডা. জনি চ্যান ওয়াই ম্যান বলেন, অবস্থার দ্রুত অবনতি ঘটার সময় রোগী জানিয়েছেন তিনি টিকা নিয়েছেন। এর পরই তার হৃদযন্ত্র নিষ্ক্রিয় হতে শুরু করে। এখন বিষয়টি করোলার্স কোর্টের কাছে দেওয়া হয়েছে। তারা খতিয়ে দেখছেন। সিনোভ্যাক্স টিকার প্রস্তুতকারক চীনের সিনোভ্যাক বায়োটেক নামের একটি প্রতিষ্ঠান। তারা বলেছে, মৃদু থেকে তীব্র পর্যায়ের করোনার প্রতিকারে এ টিকা শতকরা ৫০ দশমিক ৪ ভাগ ফলপ্রসূ। এ টিকা গ্রহণের পর হৃৎস্পন্দন বৃদ্ধি, ঝিমুনি ও উচ্চ রক্তচাপে ভুগে হংকংয়ে এ পর্যন্ত সাত ব্যক্তি মারা গেছেন। তাই বিশেষজ্ঞরা এ টিকার সুফল সম্পর্কে সন্দিহান হয়ে উঠছেন।

সর্বশেষ খবর