শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

করোনা আক্রান্ত অবস্থাতেই বৈঠকে ইমরান!

করোনা আক্রান্ত অবস্থাতেই বৈঠকে ইমরান!

বিশ্বের বহু দেশের মতোই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে  পাকিস্তানেও। এ পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা আক্রান্ত অবস্থাতেই ব্যক্তিগত স্তরে বৈঠকে বসলেন! বৈঠকের ছবি প্রকাশ্যে আসার পর তীব্র সমালোচনার শিকার তিনি। বিরোধীরা তো বটেই, সেই সঙ্গে সে দেশের সাধারণ নাগরিকরাও কাঠগড়ায় তুলেছেন ইমরানকে। দেশের প্রধানমন্ত্রী হিসেবে সবাইকে করোনাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছিলেন তিনি। অথচ সেই তিনিই কী করে এমন ‘কান্ড’ করলেন সে প্রশ্ন তুলছেন সবাই। প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চীনের টিকা নেওয়ার দুই দিনের মধ্যেই সংক্রমিত হয়েছিলেন তিনি। এখনো নেগেটিভ হননি। একই দিনে আক্রান্ত হয়েছিলেন তাঁর স্ত্রী বুশরা বিবিও।

কিন্তু কভিড পজিটিভ অবস্থাতেই বৃহস্পতিবার তাঁর ছয় জন সংসদ সদস্যের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন তাঁরই তথ্য ও সম্প্রচারমন্ত্রী শিবলি ফরাজ ও আরও এক সংসদ সদস্য ফয়জল আহমেদ। সেই ছবি ঘিরেই ঘনিয়ে ওঠে বিতর্ক। পাকিস্তানের ‘ডন’ সংবাদপত্রের এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ওই বৈঠক ইমরান খানের বানিগালার বাড়িতেই হয়েছিল। এমনিতেই বিরোধীদের চাপে কোণঠাসা ইমরান। এ পরিস্থিতিতে এমন বিতর্কের সুযোগ হাতছাড়া করতে রাজি নন তারা। তাদের দাবি, ওই বৈঠকে যে কজন উপস্থিত ছিলেন সবার বিরুদ্ধেই অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে।

সর্বশেষ খবর