বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

উত্তেজনার দ্বিতীয় দফা ভোট আজ

পশ্চিমবঙ্গ নির্বাচন

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট আজ। রাজ্যটির বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ৩০টি আসনে ভোটগ্রহণ হবে। এই দফায় ১৭১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এর মধ্যে পুরুষ প্রার্থী ১৫২ জন, নারী প্রার্থী ১৯ জন। মোট ভোটারের সংখ্যা ৭৫,৯৪,৫৪৯ জন। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে। কভিড স্বাস্থ্যবিধি মেনে এবং কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৩০টি আসনের জন্য মোট বুথের সংখ্যা থাকছে ১০ হাজার ৬২০টি। কমিশনের মতে প্রতিটি বুথই স্পর্শকাতর। নিরাপত্তার জন্য মোট ৬৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে।  থাকবে মোট ৩৮ জন পর্যবেক্ষক, কুইক রেসপন্স টিম, নজরদারি চলবে ড্রোনের সাহায্যেও। এই দফায় গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে রয়েছে নন্দীগ্রাম, ডেবরা, খড়গপুর সদর, পাঁশকুড়া পশ্চিম, সবং, কেশপুর প্রমুখ। যদিও সবার নজর থাকবে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটিতে ৮ বার জয় পেয়েছিল বামেরা, তৃণমূলের জয় শেষ তিনবার। এই কেন্দ্র থেকে এবার ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জি। তার লক্ষ্য এবারেও এই কেন্দ্র থেকে জিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া। তবে এবারের লড়াই সম্পূর্ণ আলাদা। কারণ এই কেন্দ্রে তার প্রধান প্রতিপক্ষ কয়েক মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে মমতা কিংবা শুভেন্দু-উভয়ের কাছে লড়াইটা ‘প্রেস্টিজ ফাইট’। কারণ ২০০৭ সালে এই নন্দীগ্রামের মাটি থেকেই জমি অধিগ্রহণের বিরুদ্ধে মমতার আন্দোলনের তাকে রাজ্য রাজনীতিতে একেবারে সামনের সারিতে নিয়ে আসে। আর যার ফল ২০১১ সালে ৩৪ বছরের বাম জমানার অবসান ও রাজ্যে তৃণমূলের সরকার গঠন। এই কেন্দ্র থেকেই তৃতীয় শক্তি হিসেবে কিছুটা লড়াই দিতে পারে সংযুক্ত মোর্চার তরফে সিপিআইএম সমর্থিত প্রার্থী নবাগত মীনাক্ষি মুখার্জি। পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ আসামেও দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। এই দফায় রাজ্যটির ৩৯টি আসনে ভোট নেওয়া হবে। প্রায় ৭৩ লাখ ভোটার তাদের অধিকার প্রয়োগ করবেন। মোট প্রার্থীর সংখ্যা ৩৪৫ জন। গত ২৭ মার্চ পশ্চিমবঙ্গ ও অসমে প্রথম দফার ভোটগ্রহণ হয়। পশ্চিমবঙ্গে ২৯৪ টি আসনে মোট আট দফায় ভোট নেওয়া হবে।

 অন্যদিকে ১২৬ আসন বিশিষ্ট অসমে তিন দফায় ভোট নেওয়া হবে। গণনা আগামী ২ মে।

সর্বশেষ খবর