স্পেনের একটি আদালত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছে। অভিযোগে বলা হয়েছে, গত ১ জুন গাজায় ত্রাণবাহী একটি জাহাজে ইসরায়েলি বাহিনীর অভিযানে তারা জড়িত ছিলেন। আন্তর্জাতিক জলসীমায় ‘এমভি মাদলিন’ নামের ওই জাহাজে ১২ জন আন্তর্জাতিক কর্মী ও মানবিক সহায়তাসামগ্রী ছিল। ইসরায়েল সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। -আনাদোলু এজেন্সি