শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সাবালক হলেই ভ্যাকসিন

সাবালক হলেই ভ্যাকসিন

সাবালক হলেই ভ্যাকসিন দেওয়া হবে। করোনা মহামারী মোকাবিলায় মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ১৯ এপ্রিলের মধ্যেই এই টিকাকরণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ১৭ মে’র মধ্যে আমেরিকার ১৮ এবং তার বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শেষ করা হবে। করোনা সংক্রমণে লাগাম দিতে ১০০ দিনে ১০ কোটি ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। সেখানে ৭৫ দিনে রেকর্ড ১৫ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবার বাইডেন প্রশাসনের লক্ষ্য হলো- ১০০ দিনের মধ্যে দেশের ২০ কোটি মানুষকে করোনার প্রতিষেধক দেওয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর