শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

১১ দিনে ৬০ শতাংশ জনগণকে ভ্যাকসিন দিল ভুটান

অর্থনীতিতে সমৃদ্ধ ইউরোপ আমেরিকাকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে পিছনে ফেলল হিমালয়ের দেশ ভুটান। অর্থনৈতিক পরাশক্তি হিসেবে দেশটির পরিচয় না থাকলেও ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে এরই মধ্যে নিজেদের ৬০ শতাংশ জনগণকে প্রথম ডোজ দিয়েছে। অবাক করার মতো বিষয় হলো, ভুটানে দুই ডোজের ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়েছে মাত্র ১১ দিন আগে। দেশটি ভারতের উপহার দেওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহার করছে। বুধবার পর্যন্ত ৭ লাখ ৭০ হাজার জনসংখ্যার দেশটি ৪ লাখ ৭০ হাজার মানুষকে প্রথম ডোজ দিয়েছে। ভুটানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৯৬ জন এবং মৃত্যু হয়েছে মাত্র একজনের। দ্রুত পরীক্ষা ও নজরদারি ও সীমান্ত বন্ধের মাধ্যমে সংক্রমণের গতি মন্থর করতে পেরেছে।

সর্বশেষ খবর