মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার জন্য চীন দায়ী : ব্লিঙ্কেন

বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার জন্য চীন দায়ী : ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অভিযোগ করলেন, বিশ্বজুড়ে দ্রুতগতিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীন দায়ী। এনবিসি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এমন দাবি করেন। এনবিসি নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, করোনাভাইরাস উৎপত্তিকালে চীন প্রাথমিক পদক্ষেপ গ্রহণ না করায় কভিড-১৯ দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি বলেন, কভিড আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। আর এই অবস্থার জন্য তিনি তাদের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করে বলেন,  করোনা শুরুর সময় তিনি (ট্রাম্প) করোনাকে মোটেও গুরুত্ব দেননি।

সর্বশেষ খবর