শিরোনাম
বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পাকিস্তানে নারী মিছিলে স্লোগান ‘আমার দেহ আমার নিয়ন্ত্রণ’

ক্রুদ্ধ রক্ষণশীলরা ব্লাসফেমি মামলা ঠুকছে আয়োজকদের বিরুদ্ধে

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানের নারীদের মধ্যে অধিকার-সচেতনতা বেড়েই চলেছে। দেখা যায়, প্রতি বছর নারী দিবসে (৮ আগস্ট) বিভিন্ন নারী সংগঠনের সম্মিলিত আয়োজনে বড় বড় শহরে যে নারী মিছিল হয় তাতে অধিকারবিষয়ক নতুন নতুন স্লোগান দেওয়া হচ্ছে। প্ল্যাকার্ডেও ওসব দাবিসংবলিত লেখা। দেশটির রক্ষণশীলরা এসব বরদাশত করতে নারাজ। তারা বলছে, নারী মিছিলে যেসব স্লোগান দেওয়া হয় এবং প্ল্যাকার্ড বহন করা হয় সেগুলোর ভাষা আল্লাহ-দ্রোহাত্মক (ব্লাসফেমাস)। চলতি বছর নারী দিবস পালন পর্যায়ে যেসব মিছিল হয়েছে তাতে নতুন স্লোগান ছিল ‘আমার দেহ, আমার নিয়ন্ত্রণ’। ব্যাপারটি রক্ষণশীল ও মোল্লাদের ক্রুদ্ধ করেছে। তারা মিছিল আয়োজকদের ‘উচিত শিক্ষা’ দিতে বদ্ধপরিকর। ‘নারীদেহ নারী নিয়ন্ত্রণ করবে না, নিয়ন্ত্রণ করবে পুরুষ’- এমন বক্তব্য আদালতে গ্রাহ্য হওয়ার নয়। তাই নারী মিছিলে আল্লাহদ্রোহী স্লোগান দেওয়া হয়েছে অভিযোগে রক্ষণশীলরা মামলা ঠুকেছে।

থানায় গেলে পুলিশ মামলা নেয়নি। তাই পেশোয়ার ও ইসলামাবাদ হাই কোর্টে দরখাস্ত করেন ইবরার হোসেন ও হাফিজ ইহতেশাম। তাদের আবেদনে সাড়া দিয়ে আদালত মামলা রুজু করতে নির্দেশ দেয়। পুলিশ এখন তদন্ত করে দেখবে আল্লাহদ্রোহের অভিযোগের সত্যাসত্য। লাহোরে নারী অধিকার আন্দোলনের নেত্রী সাজিয়া খান বলেন, ত্রাস সৃষ্টির মতলবেই মামলা দুটি রুজু করা হয়েছে। খোদাদ্রোহী কোনো স্লোগানই মিছিলকারীরা দেয়নি। আরেক নেত্রী ফারজানা বারী বলেন, মিছিলের ভিডিও ফুটেজ যাচাই করলেই প্রমাণিত হবে ‘অধিকার চাই’ বলা মানে আল্লাহদ্রোহিতা নয়। রক্ষণশীল মোল্লা আর ধর্মান্ধদের চক্রান্ত প্রতিহত করে দেশের নারীদের সুরক্ষা দিন মর্মে প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্প্রতি খোলা চিঠি দিয়েছেন মিছিলের আয়োজকরা।

সর্বশেষ খবর