শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সুয়েজ খালে আটকে পড়া জাহাজ জব্দ

৯০ কোটি ডলার জরিমানা

মিসরের সুয়েজ খালে মালবাহী জাহাজ এবার মিসর কর্তৃপক্ষের নিয়মে আটকা পড়েছে। ওই জাহাজটিকে বাজেয়াপ্ত করেছে মিসর সরকার। মঙ্গলবার সুয়েজ খাল কর্তৃপক্ষ (এসসিএ) জাহাজটির জাপানি মালিক কোম্পানি শোয়ে কিসেন কাইশা লিমিটেডের বিরুদ্ধে ৯১ কোটি ৬০ লাখ ডলার জরিমানাও করেছে।

 ক্ষতিপূরণ দাবি করেছে বলে এটির অন্যতম বীমাকারী ইউকে ক্লাব জানিয়েছে। ২৩ মার্চ সুয়েজ খালে আটকে যায় পণ্যবাহী জাহাজ এম ভি এভার গিভেন। ৬ দিন ক্রমাগত চেষ্টার পর সেটি ফের চালু হয়। মিশর কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক একাধিক সংস্থার চেষ্টার ফলে এভার গ্রিনকে নড়ানো সম্ভব হয়। গোটা ঘটনায় আন্তর্জাতিক ব্যবসা তো বটেই, মিশরও ক্ষতির সম্মুখীন হয়। আর সেই কারণেই তারা ক্ষতিপূরণ চেয়েছে বলে খবর। সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি জানিয়েছেন, এভার গ্রিনকে বাজেয়াপ্ত করা হয়েছে। মহামারীর কারণে বহুদিন বন্ধ ছিল ব্যবসা বাণিজ্য। তা মাসখানেক আগে চালু হয়েছে। এই সময় এভার গিভেন আটকে যাওয়ায় এমন একটি সমস্যায় ফের বড়সড় ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছিল। এই খালটি দিয়ে গোটা বিশ্বের বাণিজ্যের প্রায় ১২ শতাংশ হয়ে থাকে।

সর্বশেষ খবর